চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে পটিয়া ও বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী মিলিটারি পুল সংলগ্ন মোস্তফা সিটি এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।এ বিষয়ে পটিয়া থানার ওসি জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি পটিয়া মেডিকেলে আছি। একজন শিশু ও এক নারী মারা গেছেন। আরও হতাহত আছে কিনা বিস্তারিত জেনে পরে বলতে পারব।প্রত্যক্ষদর্শীরা জানান, লবণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজিটিতে চালকসহ নারী ও এক শিশু ছিল।