
বাগেরহাটের মোংলা বন্দরের কার ইয়ার্ডের একটি গাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। পরে বন্দরের ফায়ার সার্ভিস ইউনিট অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।আজ বৃহস্পতিবার বন্দরের ২ নম্বর কার ইয়ার্ড থেকে গাড়ি বের করার সময় এই ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।আহত গাড়ি চালকের নাম ইরফান দিপু (২৭)। তিনি চট্টগ্রাম জেলার বাকুলিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি এসেছিল নিলামে ক্রয় করা গাড়িটি চালিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন।