বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত আটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন।বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সাইফুল ইসলাম (৪) ও সিএসজি ড্রাইভার ননাসিম হোসেন (৩০)। সে সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে। আর আহতরা হলেন, শেরপুরের গোলাম (৫০) ও কাওছার আলী।জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। এ সময় সিএনজির ভেতরে থাকা চালকসহ যাত্রীদের মধ্যে ৪ জন নিহত হন। আহত হন আরও দুইজন।