(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

বগুড়া শহরে রথযাত্রায় ৬ জনের মৃত্যু

বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ থেকে ৩৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।রোববার (৭ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়েছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ ৬ জনের মৃত্যুও কথা নিশ্চিত করেছেন।জানা গে‌ছে, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকেল ৫টায় বের হয়। পথিম‌ধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় পৌঁছালে র‌থের গম্বুজ‌টি রাস্তার উপরে থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। র‌থের গম্বুজ‌টি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসার সঙ্গে সঙ্গে তা‌রে আগুন লে‌গে যায়। এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ২৫ জন আহত হন। প‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার পর পাঁচজন মারা যান।

উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে আজ রোববার। হিন্দু রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।জানা গেছে, সেউজগাড়ী থেকে রথযাত্রাটি কালার বাজার এলাকায় আমতলা মোড়ে পৌঁছলে রথে বিদ্যুতের তার স্পর্শ করে। এবং সাথে সাথে রথে থাকা মানুষেরা বিদ্যুৎপিষ্ট হয়ে লুটিয়ে পড়ে। রথে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।নিহতদের মধ্যে চার জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন রনজিতা, অলোক, আতশী, নরেশ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email