(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

আনারের হত্যাকারীদের খোঁজ মিলেছে, শুধু নাম ঘোষণা বাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের খোঁজ পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আমরা শনাক্ত করেছি। এখন শুধু তাদের নাম ঘোষণা বাকি। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলেই হত্যায় জড়িতদের নাম ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মৃতদেহ উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনো আনোয়ারুল আজীম আনারের মৃতদেহ উদ্ধার করতে পারিনি। উদ্ধারের বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারবো না। কী কারণে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে আমরা সুনিশ্চিত না হয়ে কিছু বলতে পারছি না। আমরা আগে সুনিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাব।

তিনি বলেন, এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে আসেনি। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে আমরা কাজ করছি; যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে। আমরা সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি। তবে, মৃতদেহ এখনো উদ্ধার করতে পারেনি। আমরা মৃতদেহ উদ্ধারের চেষ্টা করা যাচ্ছি।

মন্ত্রী আরও বলেন, তদন্তের খাতিরে আমরা আপনাদেরকে বলেছিলাম, তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাব। আমরা এখন নতুন কিছু আপডেট এই মুহূর্তে দিতে পারছি। এই মুহূর্তে আর কোনও সংবাদ আমরা পাইনি। এটুকু বলতে পারি, প্রায় আমরা চিহ্নিত করেছি।

মন্ত্রী বলেন, একজন মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে এ বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। প্রধানমন্ত্রীসহ সবাই গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি। আশা করছি খুব অল্প সময়ে আমরা আপনাদের কিছু জানাতে পারব।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email