(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দুই সিটিসহ স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে: সিইসি

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল (সিইসি)।

শনিবার (৯ মার্চ) বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদমাধ্যমের সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, দুই সিটি কর্পোরেশনের নির্বাচনসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনকালে ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫৩ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, কুমিল্লায় উল্লেখযোগ্য দুই, একটি ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনটা ম্যানেজ করার জন্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি।কুমিল্লা সিটি নির্বাচনে গুলিবিদ্ধ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের দৃষ্টিতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। নির্বাচনে প্রভাব খাটানো হয়েছে, কেন্দ্রের বাইরে গুলি হয়েছে এ রকম অভিযোগ পাওয়া গেলেও কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ প্রভাবিত হয়নি।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, প্রত্যেক প্রার্থীই কম-বেশি শক্তি প্রয়োগ করেছেন। ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এই কাজটি করেছেন, তাদের আটক করা হয়েছে। আমরা বলেছিলাম, যাকে পাওয়া যায়, তাকেই যেন আটক করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। পরবর্তীতে কোনো অভিযোগ পাইনি। কুমিল্লায় শনিবার বিকেল ৩টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর এ সময় বলেন, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ময়মনসিংহে ৪৯ শতাংশ ভোট পড়েছে। বিকেল চারটার পরও ওখানে একটা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।নির্বাচনে পরিবেশ কেমন ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। সার্বিকভাবে আমরা বলতে পারি, ভোট শান্তিপূর্ণ হয়েছে।

বরগুনার আমলতীতে ৬০ শতাংশের মতো, পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। প্রত্যাশিত সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোনোকিছু বন্ধ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email