কক্সবাজারের চকরিয়া হারবাং এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আরএফএর ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান।তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।