ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু গেছে।ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ তিনজন মারা গেছেন।ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ তিনজন মারা গেছেন।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে পিকআপচালক ঘটনাস্থলে ও অপর দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।