(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

দুর্গাপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

 

নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীর দুর্গাপুরে অসহায়, দুঃখী ও সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন এমপি আলহাজ্ব কাজী আব্দুল ওয়াদুদ দারা।২২ জানুয়ারী(সোমবার) শিল্পকলা একাডেমিতে সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী (৫) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আব্দুল ওয়াদুদ দারা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আজহার আলী সাধারণ সম্পাদক শরিফুজ্জাম শরিফ এছাড়াও উপস্থিত ছিলেন, ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৩ নং পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী খা, ৪ নং ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, এছাড়াও ঝালুকা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আ.লীগ নেতা আব্দুল মতিন সহ বিভিন্ন এলাকার নেতা কর্মীরা ও অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষেরা উপস্থিত ছিলেন।কম্বল পেয়ে সূর্যহারা বেগম বলেন, শীতে অনেক কষ্টে ছিলাম কম্বল উপহার পেয়েছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও মাননীয় সংসদ সদস্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email