শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের বিদেশি প্রভুরা অতীতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই চক্রান্ত এখনও অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে। তাদের ষড়যন্ত্র বারবার ব্যর্থ হবে। বাংলার মাটিতেই ষড়যন্ত্রকারীদের কবর রচিত হবে।শনিবার চট্টগ্রামে এ বি এম মহিউদ্দিন চৌধুরী, এম. এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম. এ হান্নানসহ প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রামের আওয়ামী লীগের প্রয়াত শ্রদ্ধাভাজন নেতারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিয়েছেন। তারা কোনোদিন অন্যায়কে পরোয়া করেননি। এই পরীক্ষিত নেতারা দেশের অন্যতম শ্রেষ্ঠ মানব। গণতান্ত্রিক, অসম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাদের পথ ধরেই আমাদেরকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে।তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কিছু পশ্চিমা দেশ আমাদের নির্বাচনে নাক গলাতে গিয়ে নিজেরাই ধরাশায়ী হয়েছে। টিআইবি নামক ভুঁইফোঁড় প্রতিষ্ঠানটি প্রকৃতিগত অর্থেই বিএনপির একটি অঙ্গসংগঠন। এদের কাল্পনিক অভিযোগ গ্রহণযোগ্য নয়। এদের মুখোশ উন্মোচন করার এখনই সময়।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন, সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া প্রমুখ।