(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চাই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চাই। কিন্তু রাজনীতিকে যদি কেউ সন্ত্রাস, সংঘাত ও সহিংসতার উপাদান যুক্ত করে তখন সেখানে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় যা যা করতে হবে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য আমাদের সব কিছুই করতে হবে। কিছু প্রশাসনিভাবে মোকাবেলার প্রশ্ন আছে। কিছু দলীয় যে কর্মসূচি রয়েছে, ওদের আন্দোলন মোকাবিলায় আমরা করেছি, নির্বাচনকে সামনে রেখে, এখনও আমাদের কর্মসূচি যথারীতি চলবে। রাজনীতিতো আর বন্ধ থাকবে না। তবে আমরা বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই।’

আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। ইশতেহার বাস্তবায়নেও অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। কারণ যারা এই নির্বাচন বর্জন করেছে তারা পিছু হটেনি। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’বিরোধী দলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘এ সরকার যাতে থাকতে না পরে, তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মত একটা নিষেধাজ্ঞা এখানে আসে। আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু কোনো নিষেধাজ্ঞা, কোন ভিসা নীতির পরোয়া করেন না। আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয় এই নীতিতে শেখ হাসিনার সরকারের কার্যাবলি পরিচালিত হয়।’তিনি বলেন, ‘তারা গর্জন করবে বন্দুক নিয়ে, আর আমরা জুঁই ফুলের গান গাইবো এটা তো হয় না।’এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email