(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ৫১১তম সভা অনুষ্ঠিত

আজ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ৫১১তম সভা হাসপাতাল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আলহাজ্ব এস এম মোরশেদ হোসেনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আলহাজ্ব রেজাউল করিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সভায় হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্যদের উপস্থিতে এজেন্ডাভুক্ত এবং বিবিধতে বিভিন্ন বিষয়ে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরিচালনা পরিষদের সদস্যরা বলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল হচ্ছে চট্টগ্রামবাসীর একটি গর্বের ধন এবং ইহা চট্টগ্রামের অহংকার।আজ থেকে ৪৪ বছর আগে একটি মাত্র রুম নিয়ে এ হাসপাতাল যাত্রা শুরু করেছিল।হাসপাতাল পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরীর পিতা মরহুম নুরুল আবছার চৌধুরী সহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সহিত এ হাসপাতাল উচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে গেছেন।

বর্তমান নির্বাচিত পরিচালনা পরিষদ গত মাসে অন্যান্য প্রজেক্টকে চলমান রেখে চট্টগ্রামে প্রথম পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেছে এবং এমবিবিএস শিক্ষার পাশাপাশি এবছর হতে ডেন্টাল কলেজ পরিচালনা করার জন্য সরকার হতে অনুমোদন পেয়েছে।সভাতে হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য বর্গ আশাবাদ ব্যক্ত করে বলেন এই হাসপাতালকে স্বাস্থ্য এবং মেডিকেল শিক্ষা খাতে এশিয়া অঞ্চলে মাইলফলক হিসেবে অবস্থানে নিয়ে যাওয়ার জন্য পরিচালনা পরিষদ অতীতের মতো ভূমিকা রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email