(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নোয়াখালীর ৬ আসনেই নৌকার বিজয়

 

গোলাম মোস্তফা হায়দার চৌধুরীঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালী -১ আওয়ামী লীগের এইচ এম ইব্রাহীম নৌকা প্রতীক প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫৯ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দী এ কে এম সেলিম ভুঁইয়া বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীকে ২৮১৯ ভোট পেয়েছেন।

নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম নৌকা প্রতীক প্রাপ্ত ভোট ৫৬ হাজার ১৮৬ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট।

নোয়াখালী -৩ আওয়ামী লীগের মামুনুর রশীদ কিরন নৌকা প্রতীক প্রাপ্ত ভোট- ৫৬ হাজার ৪৩৭ ভোট

তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ ট্রাক প্রতীকের প্রাপ্ত ভোট ৫১ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন।

নোয়াখালী- ৪ আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট ১ লাখ ২৮ হাজার ৭৬৪ ভোট এ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহীন ট্রাক প্রতীকে প্রাপ্ত ভোট- ৪৭ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন।

নোয়াখালী- ৫ আওয়ামী লীগের ওবায়দুল কাদের নৌকা প্রতীকে ১ লক্ষ ৮১ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির খাজা তানভীর লাঙ্গল প্রতীকে ৯৭০২ ভোট পেয়েছেন।

নোয়াখালী -৬ আওয়ামী লীগের মোহাম্মদ আলী নৌকা প্রতীকে ১৯৩৭১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির

মুশফিকুর রহমান লাঙ্গল প্রতীক৫৯৩৬ পেয়েছেন।

উল্লেখ্য যে জেলা: নোয়াখালীতে মোট প্রার্থী ৩২,আসন সংখ্যা৬ মোট কেন্দ্র:৮২০

পুরুষ ভোটার: ১৩,৭০,১৭৯

নারী ভোটার:১২,৫৬,০৫২

হিজড়া: ১০

মোট ভোটার:২৬,২৬,২৪১

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email