(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টাকাসহ সামশুর এপিএস এজাজ গ্রেফতার

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী সামশুর ব্যক্তিগত সহকারী এমএ এজাজ চৌধুরীকে টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তার কাছ থেকে কত টাকা উদ্ধার করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে পুলিশের এক কর্মকতা এজাজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে টাকা বিলি করার তথ্য পেয়ে এপিএস এজাজকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো, নৌকা প্রার্থীর এক সমর্থককে কোপানোসহ একাধিক মামলা রয়েছে।

কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোসাইন রানা বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর বির্তকিত এপিএস এমএ এজাজকে পুলিশ হাতেনাতে টাকাসহ গ্রেফতার করেছে। তাছাড়া কুসুমপুরাসহ আশপাশের এলাকায় ভোটের দিন এজাজের বিশৃঙ্খলা সৃষ্টি করার আশঙ্কা ছিল।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম জানিয়েছেন, ভোটের দিন রাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিলির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এজাজকে গ্রেফতার করেছে।

 

সূত্রঃ   বিডি প্রতিদিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email