(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভালুকায় ডিজেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে ১ জনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন।নিহত বিল্লাল হোসেন (৪৫) ওই এলাকারই বাসিন্দা। আহতরা হলেন- মো. সাইদুল ইসলাম ও আব্দুল লতিফ।মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে এই ঘটনা ঘটে।লতিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আর সাইদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, ভায়াবহ গ্রামে প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তৈরি করা হত একটি কারখানায়। ওই কারখানার ডিজেল রাখার একটি ড্রাম বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২ জনের একজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email