(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আব্দুল আল রাকিব,মানিকগঞ্জ প্রতিনিধি:আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মানিকগঞ্জে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বুধবার (০৪ জানুয়ারি) বেলা ১১টায় সরকারি দেবেন্দ্র কলেজ চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।শোভাযাত্রার শেষে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সরকার, সাধারণ সম্পাদক শামীউর রহমান কম্পন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, সাধারণ সম্পাদক,আসিফ আহমেদ শিশির। শোভাযাত্রা শেষে কেক কেটে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক,রাজিদুল ইসলাম। এ সময় জেলা, উপজেলা, শহর, বিশ্ববিদ্যালয়,কলেজ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ছাত্রলীগের নেতারা বলেন আগামী ৭ জানুয়ারি নির্বাচন এই নির্বাচনে নৌকা মার্কায় কে বিজয় করতে সবাইকে মাঠে থাকতে হবে। ছাত্রলীগের প্রতিটা কর্মী নৌকার ভোট নিশ্চিত করতে হবে।নৌকা মার্কায় যার ছাত্রলীগ তার। আমাদের মানিকগঞ্জের ২ টি আসনের নৌকার মার্কার প্রার্থী হিসেবে যাদের দেশ রত্ন শেখ হাসিনা মনোনীত দিয়েছেন আমরা তার পক্ষে কাজ করবো।মানিকগঞ্জ থেকে যেনো বিপুল ভোটে নৌকা বিজয় হয়। নৌকা মার্কায় দিলে শেখ হাসিনা বিজয় হবেন।আর শেখ হাসিনা বিজয় হলে দেশে এগিয়ে যাবে দেশের উন্নয়ন হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email