সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। রাজ্যাভিষেকের ৫২ বছর পর তিনি সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় মার্গারেটার স্থলাভিষিক্ত হবেন তার ছেলে যুবরাজ ফ্রেডেরিক।নববর্ষ উপলক্ষে প্রতিবছর জনগণের উদ্দেশে ভাষণ দেন রানি মার্গারেটা। গতকাল রোববার তার এবারের ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় রানি মার্গারেটা জানান, ১৪ জানুয়ারি সিংহাসন ছাড়ছেন তিনি।
রানি মার্গারেটার বয়স ৮৩ বছর। ১৯৭২ সালে তিনি সিংহাসনে বসেছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনি ইউরোপের দেশগুলোয় সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকা রাষ্ট্রপ্রধান। গত বছরের ফেব্রুয়ারিতে রানি মার্গারেটার পিঠে সফল অস্ত্রোপচার হয়েছিল।গতকালের ভাষণে রানি মার্গারেটা বলেন, ‘ওই অস্ত্রোপচার স্বাভাবিকভাবে আমাকে ভবিষ্যৎ নিয়ে ভাবিয়েছে। আমি চিন্তা করেছি, পরের প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় নিয়ে।’ডেনমার্কের রানি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এখনই সেই সময়। ২০২৪ সালের ১৪ জানুয়ারি, আমার প্রিয় বাবার উত্তরসূরি হওয়ার ৫২ বছর পর, আমি ডেনমার্কের রানির পদ থেকে পদত্যাগ করব। ছেলে যুবরাজ ফ্রেডেরিক সিংহাসনে আমার স্থালাভিষিক্ত হবে।’পরে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন এক বিবৃতিতে রানি মার্গারেটার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি রানিকে তার শাসনামলের জন্য ধন্যবাদ জানান।