বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আন্দোলন সংগ্রামের ফাইনাল খেলায় বাংলাদেশ ছাত্রলীগ যেমন ম্যান অফ দ্যা ম্যাচ হয়, তেমনিভাবে নির্বাচন নামক খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হতে হবে। ৭ জানুয়ারির খেলায় সেরা খেলোয়াড় হবে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাই আগামী কয়েকদিন ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কাজ করতে হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডিমলার বিজয় চত্বরে আয়োজিত নীলফামারী-১ আসনের নৌকা প্রার্থী আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী পথসভায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এসব কথা বলেন।তিনি বলেন, দেশকে ভালোবেসে যেমন ছাত্ররাজনীতি করি, সেই দলকে বিজয়ী করতে হবে। আরেকটি বড় দায়িত্ব ছাত্রলীগের নেতাকর্মীদের রয়েছে, ৭ জানুয়ারি আমরা শুধু নৌকা মার্কাকে বিজয়ী করবো না, শুধু আমাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হবে না, ছাত্রলীগের কাছে যেটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটি হলো, গণতন্ত্রকে বিজয়ী করা, বাংলাদেশে জনগণকে বিজয়ী করা। ৭ জানুয়ারি কে হারবে, কে জিতবে সেটা মুখ্য প্রশ্ন নয়, ৭ জানুয়ারিকে আমরা যদি ভোট উৎসবে পরিণত করতে পারি তাহলে বাংলাদেশ বিজয়ী হবে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ৭ জানুয়ারি আওয়ামী লীগকে বিজয়ী করা।
সম্পাদক ও প্রকাশক: মনীর চৌধুরী,
newsjoybangla71@gmail.com,
jbnews1971@gmail.com
স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ | জয় বাংলা নিউজ