সেনাবাহিনীর বেশ কয়েকটি বড় পদে রদবদল ঘটেছে। নতুন নির্দেশনায় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আর বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে স্বাভাবিক অবসরে যাচ্ছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সেনাসদর থেকে এ আদেশ জারি হয়েছে। সেনাবাহিনী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এ ছাড়া মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহ হিল বাকিকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট, ১০ ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে লগ এরিয়া কমান্ডার, ডিজিএফআইয়ের ডিজি মেজর জেনারেল মো. আকবর হোসেনকে ৯ ডিভিশনের জিওসি, দারফুরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানকে ১০ ডিভিশনের জিওসি, ৯ ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে মিলিটারি সেক্রেটারি, ডিএসসিএসসি কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. সাইফুল আবেদিনকে ডিজিএফআইয়ের ডিজি এবং ডিরেক্টর মিলিটারি অপারেশন ব্রি. জে. নাঈম আশফাক চৌধুরীকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সেনাবাহিনীর সিজিএস ও কমান্ডার লগ এরিয়ার পদ শূন্য হওয়ায় এ রদবদলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এসংক্রান্ত আদেশ জারি হয়। আইএসপিআরও এ রদবদলের তথ্য নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মনীর চৌধুরী,
newsjoybangla71@gmail.com,
jbnews1971@gmail.com
স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ | জয় বাংলা নিউজ