(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে মোগলাবাজারে শীতকালীন উপহার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদন:সিলেট মেট্রোপলিটন চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সৌদিআরব প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন ও
এনআরবি ব্যাংক সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক লন্ডন প্রবাসী মানবিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় ধাপে শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানিক ভাবে ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় সিলেটের মোগলাবাজারস্থ রেল স্টেশন ডিপো সংলগ্ন হরগৌরী (মাঝপাড়া) এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত মানবিক কার্যক্রমে মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের হরগৌরী, রাঘবপুর, কোনারচর, গোপাল গাঁও, অলীনগর, মির্জাপুর, জাহানপুর, বাউরবাগ এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার উদ্বোধনী বক্তব্য ও সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে অত্র এলাকার মুরব্বি ইছাক আলী ঠিকাদার, মোগলাবাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি কে এম মিনহাজ উদ্দিন, সমাজসেবক আমজাদ হোসেন, সাংবা‌দিক আবুল বশর, ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ উজ্জ্বল আহমদ,আব্দুল মালেক, ছুনু মিয়া, নবীন চৌধুরী, খোকন আহমদ, খালেদ আহমদ, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।

বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন ও সাব্বির আহমেদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email