(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে সাইফুদ্দিন মাইজভান্ডারিকে আওয়ামী লীগের সমর্থন

চট্টগ্রামের ফটিকছড়িতে  আওয়ামী লীগের বর্তমান নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে দলীয় মনোনয়ন দেয়া হলেও নির্বাচনের সপ্তাহখানেক আগে হঠাৎ পরিবর্তন এসেছে দলটির এ সিদ্ধান্তে। এই আসনে একতারা প্রতীকের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীকে আওয়ামী লীগ সমর্থন জানিয়েছে বলে জানা গেছে। এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি ইস্যু করা হয় নি।আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা ও স্থানীয় নেতাদের ফোন করে বিষয়টি অবহিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি দেখা করার পর বিষয়টি আরও স্পষ্ট হয়। এ বিষয়ে জানতে চাইলে, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, ‘কেন্দ্র থেকে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগকে সুপ্রিম পার্টির প্রার্থীকে সমর্থন দিয়ে নৌকার কর্মীরা যেন তাদের পক্ষে কাজ করে।’ সুপ্রিম পার্টির দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া বলেন, আপনারা যা শুনেছেন বিষয়টি সঠিক।’

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email