(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

পটিয়ায় হুইপ সামশুলের গাড়িতে জুতা-ডিম নিক্ষেপ

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায়  চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর গাড়িবহর আটকিয়ে বিক্ষুব্ধ জনতা গাড়িতে জুতা, ডিম ছুড়ে মেরেছে। গাড়ি থেকে নেমে পালানোর সময় প্রার্থীর ভাই মহব্বতকে ‘কান ধরে উঠবস’ করায় বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে ওই প্রার্থী এক ঘণ্টা রাস্তায় অবরুদ্ধ ছিলেন।পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার হস্তক্ষেপে ওই এলাকা ত্যাগ করে হুইপ। পরে বিকেলে কুসুমপুরা ইউনিয়নের ২নং পান্নাপাড়া এলাকায় আবারও জনরোষের শিকার হন তিনি। এক পর্যায়ে সামশুল হক চৌধুরী ওই এলাকায় প্রচারণা না চালিয়ে চট্টগ্রাম নগরে ফিরে আসেন বলে জানা যায়।অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সামশুলের ভাই ফজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বতও আজ দুপুরে কুসুমপুরার বোরাখাইন এলাকায় এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এ সময় তিনি গাড়ি থেকে নেমে পালানোর সময় লোকজন তাকে আটক করেন। এক পর্যায়ে মহব্বতকে ‘কান ধরে উঠ বস’ করানোর অভিযোগ উঠেছে। তিনিও দ্রুত এলাকা ছেড়েছেন বলে স্থানীয়রা জানান।

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email