(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

এক শতাংশ ভোটও পড়বে না, দাবি বিএনপি নেতা মিনুর

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ১ শতাংশও ভোট পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘ওইদিন কেন্দ্রগুলোয় চতুষ্পদ জন্তু ছাড়া কাউকে পাওয়া যাবে না।’ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলির সময় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন মিনু।

এর আগে মহানগরীর মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয় থেকে কর্মসূচি শুরু করা হয়। এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে প্রচারপত্র বিলি করেন বিএনপি নেতারা।
মিজানুর রহমান মিনু বলেন, ‘এই নির্বাচনে জনগণ অংশ নেবে না। বিএনপি যেই নির্বাচনে নেই, বাংলাদেশের মানুষও সেই নির্বাচনে নেই। এরই মধ্যে দেখা গেছে যে, বাংলাদেশ ব্যাংক থেকে ২৪ হাজার কোটি টাকারও বেশি অন্যান্য ব্যাংকে দেওয়া হয়েছে। এর মানে ইতিমধ্যেই জনগণ তাদের টাকা-পয়সা ব্যাংক থেকে তুলে নিয়ে অসহযোগিতা করছেন। এর কারণেই ব্যাংকগুলো এখন টাকাশূন্য হয়ে পড়েছে।
কর্মসূচিতে বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদাসহ বিএনপি ও সহযোগী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email