(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের টার্ন আউট নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য প্রস্তুত। জয় আমাদেরই হবে।তি‌নি ব‌লেন, নির্বাচন নিয়ে ভয়ের কিছু নেই। যারা নির্বাচনকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস করছে তাদের মোকাবিলা করে বিজয়ের বন্দরে পৌঁছাব। জয় আমা‌দের হ‌বেই।

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওবায়দুল কাদের বলেন, আমরা এক প্রতিকূল পরিবেশের মুখে লড়াই করে যাচ্ছি। নির্বাচন আমাদের করতে হবে, সংবিধানের বাধ্যবাধকতা। আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত সরকারের হাতে, সেটা আমরা বিশ্বাস করি।তিনি আরো বলেন, শেখ হাসিনা আমাদের কাছে একজন ইন্সপায়ারিং লিডার। গত ৪৮ বছরে সবচেয়ে সফল ডিপ্লোম্যাটের নাম শেখ হাসিনা। সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, সাহসী নেতা ও দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা।ওবায়দুল কাদের ব‌লেন, আমরা নির্বাচিত সরকার। ক্ষমতাও হস্তান্তর করবো নির্বাচিত সরকারের হাতে। বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীন ছিল না। কিন্তু শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন। তফসিল ঘোষণার পর সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। এ মুহূর্তে সবকিছু নির্বাচন কমিশনের সিদ্বান্তে চলছে। নির্বাচনকালীন সরকার মেজর কোনো পলিসি নিতে পারে না।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email