(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড থানার বারৈয়াঢালা ইউনিয়নের নুর মোস্তফা প্রকাশ বজল (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছেরোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।নুর মোস্তফা প্রকাশ বজল, একই থানার পশ্চিম লালনগরের গ্রামের মুজিবুল হকের ছেলে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, নুর মোস্তফাকে পূর্ব শত্রুতার জেরে তৌহিদুল ইসলাম কুপিয়ে আহত করে।পরে নুর মোস্তফাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুর মোস্তাফা ও তৌহিদুল মামাতো-ফুফাতো ভাই।তিনি আরও বলেন, তৌহিদুল বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। নুর মোস্তফা সমাজ পরিচালনা কমিটির সভাপতি। তৌহিদকে পুলিশ ধাওয়া করলে সেটা নুর মোস্তফা করিয়েছে বলে ধারণা তৌহিদুলের। সেই সূত্র ধরে নুর মোস্তফাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email