(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা

বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা। করোনাভাইরাসের ধরন অমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট (উপধরন) বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ভারত চীন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ধরনটি পাওয়া গেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার এ নতুন উপধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা প্রচলিত ভ্যাকসিনের ওপরই আস্থা রাখছেন।

ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, শীতে কভিড ছাড়াও অন্যান্য রোগের সংক্রমণ বাড়তে পারে। এরই মধ্যে পৃথিবীর উত্তর গোলার্ধের কাছাকাছি দেশগুলোতে ফ্লু ভাইরাস, শ্বাসযন্ত্রের সংক্রমণকারী ভাইরাস (আরএসবি) ও শিশুদের নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসিপি) জানিয়েছে, জেএন ডট ওয়ান এখন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির মোট সংক্রমণের মধ্যে ১৫ থেকে ২৯ শতাংশ এ উপধরনের কারণে হয়েছে।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে, বর্তমানে গবেষণাগারে মোট করোনা পরীক্ষার প্রায় সাত শতাংশই জেএন ডট ওয়ান ধরন। এটি ছাড়াও অন্য ধরনগুলোর বর্তমান অবস্থা তারা পর্যবেক্ষণ করছেন।তবে বাংলাদেশে এখনও পাওয়া যায়নি। সরকার বলছে, করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে তারা সতর্ক অবস্থায় আছে।প্রসঙ্গত, ২০১৯ সালের শেষ দিকে চীনে কভিডের প্রকোপ দেখা দেওয়ার পর ক্রমেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এক সময় ভয়াবহ মহামারির রূপ নেয়। করোনা বার বার ধরন পাল্টিয়েছে।বর্তমানে বিশ্বব্যাপী এর অমিক্রন ধরনটি বেশি সক্রিয়। কার্যত এ ধরন থেকেই জন্ম নিয়েছে জেএন ডট ওয়ান ধরনটি। বর্তমানে এটি বেশি ছড়াচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email