
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এসময় প্রার্থীর ৫ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মৃত মহসীন লস্করের ছেলে শুকুর আলী লস্কর, রুজদার মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল, লিয়াকত লস্করের ছেলে আকিজ লস্কর, বাজিতপুর গ্রামের খয়বার শেখের ছেলে আব্বাস আলী ও নিজপুটিয়া গ্রামের রজব আলী।
হরিশংকরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নান্নু শেখ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালপাড়া বাজারের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বসে ছিল তারা। সেসময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও একজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, গোয়ালপাড়া বাজারে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।