(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

চাক্তাই খাল পুনরুদ্ধারে এগিয়ে আসতে চান নওফেল

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে ২০নং দেওয়ানবাজারস্থ আবুল কালাম সওদাগরের বাসভবনের সামনে থেকে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।গণসংযোগে ভোটারদের উদ্দেশে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, কর্ণফুলী তীর সংলগ্ন এই এলাকাটি অনেক ঐতিহ্যবাহী। জোয়ার ভাটার কারণে এখানকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়, জনদুর্ভোগ বাড়ে। আমি এ সমস্ত সমস্যা অনুধাবন করি এবং তা সমাধানে কিছু ভাবনা-চিন্তা রয়েছে। বিলুপ্ত প্রায় চাক্তাই খাল পুনরুদ্ধারে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে আমি তার দেখভাল করবো।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকীসহ ওয়ার্ড ইউনিট ও ইউনিট আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email