(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২০০ অসহায় শীতার্তদের পাশে দাঁড়াল আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠন

 

মোঃ মারুফ হোসেন,শার্শা :শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের আলোর প্রদীপ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতার্ত ও হতদরিদ্র ২০০ পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়। ২০ ডিসেম্বর বুধবার সকাল ১১:০০ ঘটিকায় ২নং ঘীবা দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রঙ্গনে আলোর প্রদীপ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ খালিদ মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন কুমার রাজবংশী ( ইউ এন ও)শার্শা উপজেলা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন ভক্ত অফিসার ইনচার্জ বেনাপোল পোর্টথানা, মোঃ মফিজুর রহমান চেয়ারম্যান ৩নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, মিলন হোসেন (সাংবাদিক),
এসময় প্রধান অতিথি নয়ন কুমার রাজবংশী বলেন, সেচ্ছাসেবী সংগঠন আলোর প্রদীপের এই মহতী উদ্যোগে দেখে আমি বিস্মিত হয়েছি সিমিত সময়ে এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে শুনে ও দেখে খুব ভালো লাগলো এজন্য আলোর প্রদীপ সংগঠনের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো। এছাড়াও তিনি আরও জানান এই ইউনিয়নে কোন দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী যদি দারিদ্র্যের কারনে পড়াশোনা করতে না পারে তার জন্য সরাসরি আমাকে জানাবেন আমি তাকে সহযোগিতা করবো।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌরপ্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন হোসাইন, অর্থ সম্পাদক মেহেদী মাসুদ শাকিল,একতা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান(সুমন),অর্থ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email