(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

রাজশাহীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থী আটক

 

নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীর এক আবাসিক হোটেলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থীকে আটক করেছেন।নগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্রান্ডে রাত ১১ টা থেকে দুই টা পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করেন পুলিশ। আটককৃতরা সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলো হোটেলের কক্ষ ভাড়া নিয়ে।

পুলিশ জানান, মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবিরের উপস্থিতিতে ঐ হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। আটককৃতদের সকলেই শিক্ষার্থী।এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, আটককৃত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের পরিবারকে ডাকা হয়েছে। মালিককেও ডাকা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email