(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

কমলাপুরে ট্রেনে তল্লাশি চালাবে র‌্যাবের ডগ স্কোয়াড

রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে গোটা ট্রেন ডগ স্কোয়াড দিয়ে স্ক্যানিং (তল্লাশি) করবে র‌্যাব। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তায় ডগ স্কোয়াড কাজে লাগানো হচ্ছে।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় কমলাপুর রেলস্টেশনে ট্রেনের নিরাপত্তা জোরদারকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।এখন থেকে রেল স্টেশনগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি থাকবে জানিয়ে র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। রেলে নাশকতারোধে নজরদারি বাড়ানো হয়েছে। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় গোয়েন্দা নজরদারি চলছে। নাশকতার বিরুদ্ধে সোচ্চার আছে র‌্যাব।এই র‌্যাব কর্মকর্তা বলেন, কমলাপুর রেলস্টেশনে এখন থেকে ডগ স্কোয়াড কাজ করবে। স্টেশন ছাড়ার আগে প্রতিটি ট্রেনে স্ক্যানিং করা হবে।সংবাদ সম্মেলন শেষে রেলস্টেশনের বিভিন্ন পয়েন্টে র‌্যাব-৩ এর ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হয়।এছাড়াও পুড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও পরিদর্শন করেন র‌্যাব কর্মকর্তারা।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email