(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনে আগুন

এবার রাজধানীতে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার পরে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।তিনি জানান, একটি বস্তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মূলত ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে চটের বস্তাটি রাখা ছিল। সেটির কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারেনি। ফলে গরম হয়ে চটের বস্তায় আগুন লেগে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে আগুন নেভানো হয়। পরবর্তীতে পুনরায় গন্তব্যে ছেড়ে যায় ট্রেনটি।এর আগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। এছাড়াও আহত হন বেশ কয়েকজন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email