
আলাওল করিম:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আজ ২০ ডিসেম্বর ২০২৩ তারিখ বুধবার ‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৌমিত্র শেখর সভাপতি হিসেবে বক্তব্য রাখেন।
ড. সৌমিত্র শেখর বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদানকালে এ.পি.এ. র্যাংকিংয়ে নজরুল বিশ্ববিদ্যালয় তলানিতে ছিল। ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯তম এরপর আপনাদের সহযোগিতায়, আপনাদের কাজের মাধ্যমে ২৯তম এবং সবশেষ ১৪তম অবস্থানে নজরুল বিশ্ববিদ্যালয়। যেসকল বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের থেকে পিছিয়ে ছিল তারা চেষ্টা করবে এগিয়ে যাওয়ার। ফলে আমাদের অবস্থানকে আরও এগিয়ে নিতে আগের চেয়ে আরও বেশি কাজ করতে হবে। আপনাদের কাজের আন্তরিকতার মধ্য দিয়ে আগামীতে এ.পি.এ. র্যাংকিংয়ে আমাদের অবস্থান আরও ভালো হবে আমার বিশ্বাস। প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আবু তাহেরসহ অতিথিবৃন্দ, সম্পদ ব্যক্তি ও প্রশিক্ষণার্থী শিক্ষক কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর।
প্রশিক্ষণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাশুরেন্স বিভাগের উপ-সচিব ও এ.পি.এ এর ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রশাসন বিভাগের উপ-সচিব ও শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামান সম্পদব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।