খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়িতে প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।২০ ডিসেম্বর, বুধবার দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে এ ঘটনায় প্রায় ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলি বিনিময় হতে পারে। এ ঘটনার পর এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ রিপাের্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেনি কেউ। দুর্গম এলাকা হওয়াতে প্রশাসনের তরফ থেকেও কিছু জানাতে পারছে না।এদিকে এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো গ্রুপ। এ ঘটনার জন্য জেএসএস সন্তু দল ও ইউপিডিএফ একে অপরকে দায়ী করছে।গোলাগুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের নানা রকম তথ্য ভেসে বেড়ালেও তার কোন সত্যতা মিলেনি।এদিকে এরকম দুর্ধর্ষ ঘটনার পরও মুখ খুলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ।