(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ তুমুল বন্দুকযুদ্ধ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়িতে প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।২০ ডিসেম্বর, বুধবার দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে এ ঘটনায় প্রায় ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলি বিনিময় হতে পারে। এ ঘটনার পর এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ রিপাের্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেনি কেউ। দুর্গম এলাকা হওয়াতে প্রশাসনের তরফ থেকেও কিছু জানাতে পারছে না।এদিকে এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো গ্রুপ। এ ঘটনার জন্য জেএসএস সন্তু দল ও ইউপিডিএফ একে অপরকে দায়ী করছে।গোলাগুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের নানা রকম তথ্য ভেসে বেড়ালেও তার কোন সত্যতা মিলেনি।এদিকে এরকম দুর্ধর্ষ ঘটনার পরও মুখ খুলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email