(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

চমেকে চুরি হওয়া শিশুকে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে চুরি হওয়া ৫ দিন বয়সী শিশুকে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ফেনীর পরশুরাম থেকে ওই নবজাতককে উদ্ধারের পাশাপাশি চুরির ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানার পুলিশ।গ্রেপ্তার দুজন সম্পর্কে মা-মেয়ে। তাঁদের বাড়ি ফেনীর পরশুরামে। তাঁরা হলেন খারু আক্তার (৪২) ও তাঁর মেয়ে নাসিমা আক্তার (২৩)।গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউ থেকে নবজাতক চুরি হয় বলে থানায় অভিযোগ করেন তার বাবা মো. নোমান।চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, আমরা শিশু চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশকে বিষয়টি অবগত করি। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে শিশুটিকে নিয়ে যাওয়া নারীকে শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email