আলমগীর কামরুলঃ আসন্ন “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক মনোনয়ন পেয়েছেন ড.আনোয়ার খান। তিনি সংসদীয় আসন ২৭৪ লক্ষীপুর-১ (রামগন্জ) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়বেন।১৮ ডিসেম্বর (সোমবার)সকালে লক্ষীপুর জেলা রির্টানিং কর্মকর্তা থেকে নৌকা প্রতীক গ্রহন করেন।তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেন।সংসদীয় আসন ২৭৪ লক্ষীপুর -১ (রামগন্জ) আসনে ভোটে লড়বেন -ড. আনোয়ার খান(নৌকা), স্বতন্ত্রপ্রার্থী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন(ঈগল),জাতীয় পার্টির মাহামুদুর রহমান(লাঙ্গল), ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখলুম ফারুকী(মোমবাতি)
ন্যাশনাল পিপলস পার্টির মোসারফ হোসেন(আম) স্বতন্ত্রপ্রার্থী এম. এ.গোফরান(কেটলি)