(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মোবাইল দিয়ে আউটসোর্সিং বা ফ্রিল্যানসিং করার উপায়

আউটসোর্সিং হলো ঘরে বসেই ইনকাম করার প্রক্রিয়া । এটি এমন একটি ব্যবসায়িক প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই দেশ বা দেশের বাইরের কোন কোম্পানির হয়ে কাজ করে টাকা ইনকাম করে । অথবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জনের মাধ্যমকেও আউটসোর্সিং বলা যেতে পারে ।

আজকাল অনেকেই ঘরে বসেই আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করছে । আউটসোর্সিং এর জন্য আপনাকে অন্তত যেকোন একটি বিষয়ের উপর দক্ষ হতে হবে । আরো প্রয়োজন ডিভাইস – ইন্টারনেট সংযোগ, ডেস্কটপ , ল্যাবটপ অথবা মোবাইল ফোন । এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে ডেস্কটপ , ল্যাবটপ এর মতো করে কি একইভাবে মোবাইল ফোন দিয়ে কাজ করা সম্ভব ? হ্যা, সম্ভব । মোবাইল দিয়েও আউটসোর্সিং করার কিছু মাধ্যম আছে । আপনিও কি মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে চান? সেক্ষেত্রে অনুসরণ করুন এই মোবাইল আর্নিং গাইড।

মোবাইল দিয়ে আউটসোর্সিং করা যাওয়া সম্ভব অনেক প্রকারের কাজ। মোবাইল দিয়ে আউটসোর্সিং সম্প্রতি বেশি প্রাধান্য পায়েছে কারণ মোবাইল প্রযুক্তির উন্নতি এবং প্রসারণ বিশ্বব্যাপী হয়েছে। তাই, এখানে কিছু উদাহরণ দেওয়া হলো যে কাজগুলি মোবাইল দিয়ে আউটসোর্সিং করা হতে পারে:

মোবাইল ফোনে কল সেন্টার সাপোর্ট: অনেক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক কর্মদক্ষতা এবং কাস্টমার সেবা প্রদানে সময় ও শ্রম সংক্রান্ত কাজগুলি আউটসোর্সিং করে যাতে তাদের কাস্টমারদের প্রয়োজনীয় সেবা প্রদান করা যায় এবং কাস্টমার সন্তুষ্টি উন্নত করা যায়।

ডাটা এন্ট্রি: কিছু প্রতিষ্ঠান বা প্রকল্প আউটসোর্স করে মোবাইল ডিভাইসে ডাটা এন্ট্রি করতে পারে। এটি কোন সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা হয় যাতে প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয় এবং অ্যাক্সেস করা সহজ হয়।মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করার জন্য বিভিন্ন অ্যাপগুলি রয়েছে, যা ব্যবহারকারীদের ডাটা এন্ট্রি সহজ এবং সংগ্রহ করতে সাহায্য করে। নিচে কিছু জনপ্রিয় মোবাইল ডাটা এন্ট্রি অ্যাপের উদাহরণ দেওয়া হল:

Google Forms
Microsoft Excel
Tally on Mobile (TOM)
FastField Mobile Forms
Zoho Forms
গ্রাফিক্স ডিজাইন: আউটসোর্সিং বা ফ্রিল্যানসিং এর সবথেকে জনপ্রিয় সেক্টর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন । গ্রাফিক্স ডিজাইন এর জন্য অনেক উন্নতমানের ডেস্কটপ বা ল্যাপটপ প্রয়োজন হয় । তবে মোবাইল দিয়েও গ্রাফিক্স ডিজাইন এর কিছু কিছু কাজ করা যায়, যেমনঃ- লোগো ডিজাইন , ব্যানার ডিজাইন , ইমেজ এডিটিং । যেসব মোবাইল অ্যাপ দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা যায় তা নিচে উল্লেখ করা হলোঃ-

PIXLAB
PICSART
CANVAPRO
ADOBE PHOTOSHOP TOUCH
ILLUSTRATOR ( Mobile Version)
এনিমেশনঃ এনিমেশন হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যানসিং এর সম্প্রতি জনপ্রিয় একটি সেক্টর । সিনেমা, টেলিভিশন শো, ওয়েবসাইট, ভিডিও গেম, মোবাইল এ্যাপ্লিকেশন, এনিমেশন ফিল্ম, শিক্ষামূলক প্রকল্প ইত্যাদি সব ক্ষেত্রেই এনিমেশন এর প্রয়োজন হয় । এনিমেশন এর জন্য অনেক বড় বড় সফটওয়্যার রয়েছে । কিন্তু মোবাইল এর কিছু অ্যাপ এর মাধ্যমেও এনিমেশন করা যায় । যেসব মোবাইল অ্যাপ দিয়ে এনিমেশন করা যায় তা নিচে উল্লেখ করা হলোঃ-

Flipaclip
Draw cartoons
Toontastic
Animate IT
Plotagon Story (best-animated story creator)
TweenCraft
Mjo Maker – animation creator
RoughAnimator
MJOC2
Stick nodes
ভিডিও এডিটিংঃ ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার এডিটর তাদের প্রধান আয়ের ভিত তৈরি করে নিয়েছে । যুগের সাথে সাথে ভিডিও এডিটিং চাহিদাও বেড়ে চলেছে । তাই আপনিও খুব সহজেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে আউটসোর্সিং বা ফ্রিল্যানসিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন ।যেসব মোবাইল অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করা যায় তা নিচে উল্লেখ করা হলোঃ-

FilmoraGo – Free Video Editor
Adobe Premiere Clip
PowerDirector
VivaVideo – editor and photo movie
Quik video editor
Kinemaster – Pro
Lightroom Photo & Video Editor
CapCut
InShot
ডিজিটাল মার্কেটিং: অনেক ব্যবসায়িক সংস্থা বা উদ্যোক্তারা তাদের প্রস্তুত মার্কেটিং প্রক্রিয়া বা বিজ্ঞাপন প্রচারণা করার জন্য ডিজিটাল মার্কেটিং করে থাকে । ফ্রিল্যানসিং জগতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি । অনেক ফ্রিল্যানসার ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করছে । মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কিছু কিছু কাজ করা যায় । যেসব মোবাইল অ্যাপ দিয়ে ডিজিটাল মার্কেটিং করা যায় তা নিচে উল্লেখ করা হলোঃ-

Facebook Business Suite
Google Ads
Hootsuite
Buffer
Mailchimp
ই-কমার্স সাপোর্ট: ই-কমার্স প্ল্যাটফর্মে প্রয়োজনীয় ব্যবসায়িক কাজগুলি আউটসোর্স এর মাধ্যমে করা হয়ে থাকে । এতে করে সময় এবং শ্রম সংক্রান্ত মামুলি কাজ সহজ হয় এবং প্রস্তুত প্রোডাক্টের বিক্রয় এবং অর্ডার প্রক্রিয়াকে উন্নতর স্থানে নিয়ে যাওয়া যায়। প্রোডাক্ট এর অর্ডার এর জন্য কাস্টমারের সাথে কথা বলা , প্রোডাক্ট ডেলিভারি ইত্যাদি কাজগুলো মোবাইলের মাধ্যমে করা যেতে পারে ।

কনটেন্ট রাইটিংঃ কন্টেন্ট রাইটিং হলো পাঠকগণের দৃষ্টি আকর্ষণ করে এমন কিছু বিষয় সাজিয়ে গুছিয়ে আর্টিকেল লেখা । আর্টিকেলগুলো ওয়েবসাইট তৈরী করে নিয়মিত পাবলিশ করে প্রচুর ভিজিটর নিয়ে এসে বিভিন্ন এড কম্পানির সহায়তায় আপনার সাইটে বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে টাকা ইনকাম করা যায় । একে ব্লগিংও বলা হয় । কনটেন্ট রাইটিং মোবাইল দিয়ে খুব সহজেই করা যায় । মোবাইল দিয়ে ইনকাম করার জন্য সবথেকে ইজি ওয়ে হচ্ছে কনটেন্ট রাইটিং ।

কনটেন্ট ক্রিয়েশনঃ এদানিং সবথেকে জনপ্রিয় এবং সর্বচ্চো ইনকামের সেক্টর কনটেন্ট ক্রিয়েশন বলা যেতে পারে ,কারণ প্রায় ৬৫% মানুষ কনটেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে ইনকাম করে থাকে এবং ৫০% কনটেন্ট ক্রিয়েশন করে থাকে মোবাইল এর মাধ্যমেই । প্রতি মাসে কনটেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে অনেকেই ইনকাম করছে লাখ লাখ টাকা ।

সব থেকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েশন এর দুইটি সেক্টর রয়েছেঃ-

ফেসবুকঃ ভালো মানের কনটেন্ট লিখে ওই স্ক্রিপ্টের ওপর ভিডিও বানানোর যোগ্যতা থাকলেই আপনি খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন । ফেসবুক পেজ খুলে সেইখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং ভিউরসদের আকর্ষণ করার মত কনটেন্ট ক্রিয়েট করতে হবে । পাঁচ হাজার ফলোয়ারস এবং ৬০ হাজার ওয়াচটাইম সম্পূর্ণ করলে ফেসবুক মনিটাইজেশন মাধ্যমে আপনার ইনকাম শুরু হবে । আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার ইনকামের টাকা ওঠাতে পারবেন ।
ইউটিউবঃ ফেসবুক এর মত ইউটিউব এর কনটেন্ট ক্রিয়েশন এর পদ্ধতি প্রায় একই রকম ।কিন্তু ইউটিউবের জন্য এক হাজার ফলোয়ারস এবং ৪ হাজার ওয়াচটাইম সম্পূর্ণ করলে ইউটিউব মনিটাইজেসন পাবেন । ফেসবুক থেকে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া তুলনামূলক সহজ।
ব্র‍্যান্ড স্পন্সারশিপঃ সবচেয়ে বেশি অর্থের আরেকটি উৎস কোনো ব্র‍্যান্ডের স্পনসরশিপ করা। ফেসবুক এবং ইউটিউব এর মাধ্যমে কোনো নামিদামি পন্য স্পপনসরশিপ করলে কোম্পানি তাদেরকে টাকা প্রদান করে থাকেন। আপনি খুব সহজেই মোবাইল ফোন দিয়ে কোনো নামিদামি পন্য স্পপনসরশিপ করে টাকা ইনকাম করতে পারবেন । শুধু প্রয়োজন ব্র‍্যান্ড স্পপনসর করার কৌশল আয়ত্ত করা ।

আউটসোর্সিং এর জন্য প্রয়োজন দক্ষতা, সময় এবং ধৈর্য । পরিশ্রম এবং চেষ্টা থাকলে আপনিও আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন । সুতরাং আর দেরি না করে শুরু করে দিন আপনার হাতের মোবাইল ফোন দিয়েই আউটসোর্সিং।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email