বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনীত হলেন ড. সৌমেন বড়ুয়া। গত ১১.১২.২০২৩ সন্ধ্যা ৭.০০ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ স্থায়ী কার্যালয়ে অনুষ্টিত কার্যকরী কমিটির সভায় সকলের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ড. সৌমেন বড়ুয়া বাবৌযুপ এর একজন নিবেদিত প্রান যুব সংগঠক। প্রত্যেক সাংগঠনিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি সত্যিই প্রশংসার দাবী রাখে।
বাবৌযুপ চট্টগ্রাম অঞ্চলের সদস্য থাকাকালীন সময়ে ড. সৌমেন বড়ুয়া HUNGARIAN সরকারের স্কলারশিপ নিয়ে BOYAI INSTITUTE, University of Szeged থেকে Mathematical Modeling of Nipah virus transmission “ এই Thesis এ Ph.D অর্জন করেছেন। এবং বর্তমানে সহকারী অধ্যাপক হিসাবে গাছবাড়িয়া সরকারি কলেজে গনিত বিষয়ে অধ্যাপনা করছেন।
ড. সৌমেন বড়ুয়া ২৪তম বিসিএস সাধারণ শিক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। সেই সুবাদে তিনি রাংগামাটি সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যাপনা করেছেন।বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর ব্যাপক কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত রেখে ভবিষ্যতে নিজের কর্মকাণ্ড অটুট রাখবে এই প্রত্যাশাই করছেন।