দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে দুই বারের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির নেতা মুস্তফা লুৎফুল্লাহকে। এর আগে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল ফিরোজ আহমেদ স্বপনকে।
তবে এবারও আওয়ামী লীগের প্রার্থী না দেওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, গত ১০ বছর যাবত দলের এমপি না থাকায় উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে রয়েছে আসনটি।
এদিকে, দীর্ঘ দশ বছর আসনটিতে আওয়ামী লীগের কেনো এমপি নেই। দলীয় এমপি না থাকায় ভাঙন ধরেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির নেতা মুস্তফা লুৎফুল্লাহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দলে কোন্দল তৈরি করেছেন।আসনটির আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, গত দশ বছর এ আসনে ওয়ার্কার্স পার্টির সঙ্গে কাজ করে আমাদের দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি। রাস্তা-ঘাট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লাগেনি। এবারও ১৪ দল থেকে শরিক দলকে নৌকা প্রতীক দেওয়ায় প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে এবার আওয়ামী লীগের স্বতন্ত্র যে প্রার্থী থাকবে দলীয় নেতাকর্মীরা তার সমর্থনে কাজ করবে।