![](https://joybanglanews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (১২ ডিসেম্বর) পটিয়া থানার বির্তকিত ওসি নেজাম উদ্দিন কে বদলির নির্দেশ দিয়ে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
ওসি নিজামের বদলির খবর এলাকায় জানাজানি হলে সমগ্র পটিয়া জুডে আনন্দে মিষ্টি বিতরণ করে পটিয়া বাসী, খুশীতে মুখরিত হয়ে উঠে।
ঘটনার বিবরণে জানা যায় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় গত ৫/১২/২০২৩ ইং তারিখ মঙ্গলবার জোহরের নামাজের সময় জামিয়ার মসজিদে নামাজ পড়ার লক্ষে দলে দলে মানুষ মাদরাসার অভ্যন্তরে প্রবেশ করছিল। ঠিক সে মুহুর্তেই জামিয়ার উত্তর গেইটে ভিড় জমায় কিছু লোকজন। তাদের মধ্যে একজন নামাজ চলাকালীন সময়ে নামাজ না পড়ে গেইটের মাঝখানে দাঁড়িয়ে আসা-যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সেখানে ভীড় জমে যার কারণে ছাত্ররা তাদেরকে অত্যন্ত ভদ্র ভাষায় মুসল্লিদের আসা যাওয়ার জন্য পথ ছেড়ে দিতে আহ্বান করে। এতেই ঐ ব্যক্তি ও তার সঙ্গীরা তেলে-বেগুনে জ্বলে ওঠে। মসজিদের গেইটে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভিতরে অবস্থানরত মুসল্লী ও ছাত্রদের নামাজে বিঘ্ন ঘটায়। জানা যায় গেইট আগলে দাড়ানো লোকটি শোভনদণ্ডি এলাকার এহসান চেয়ারম্যানের ভাই।
ছাত্ররা তাদেরকে আবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলে গেইট লাগিয়ে দেয় যাতে বহিরাগতরা ভেতরে প্রবেশ করতে না পারে।
ফলে দারোয়ান গেইট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সামনে অগ্রসর হলে ঐ লোক ও তার সঙ্গীদের কয়কেজন দারোয়ানকে আঘাত করে। এবং মসজিদ থেকে বের হতে শুরু করে তাদের আরও লোকজন মুসল্লির বেশে ভেতরে প্রবেশ করেছিল, তারা চিৎকার করতে শুরু করে এবং ছাত্রদের সাথে ঝগড়া লাগিয়ে দেয়।
তাদের মধ্যে অন্যতম শোভনদণ্ডি এলাকার ইউসুফের পাড়ার বাসিন্দা ও খরনা ইস্কান্দারিয়া জামে মসজিদের খতিব ইমতিয়াজ। পুরো মাঠজুড়ে গলা ফাটিয়ে জামিয়ার ছাত্র-শিক্ষকদেরকে লক্ষ করে বিভিন্ন মানহানিমূলক শব্দে চিৎকার করতে থাকে।
সে বেমালুম ভুলে গিয়েছে তার পরিচয়। যেখান থেকে ইলমে দ্বীন অর্জন করেছিল সেখানেই আক্রমণ করতে আসলো, যাদের ছত্র ছায়ায় দ্বীনি শিক্ষা গ্রহণ করেছিল তাদের বিরুদ্ধেই অশালীন বক্তব্য, তাদেরকেই কটাক্ষ করলো। বাহির থেকে মাদরাসার প্রধান ফটকে ভীড় জমায় বহিরাগত লোকজন, তাদের বেশ-ভূষা দেখে মাদরাসার ছাত্র শিক্ষক বলে মনে হয়নি।
তারা গেইটে সমবেত হয়ে মাদরাসার বিরুদ্ধে জ্বালাও পোড়াও স্লোগান দিতে শুরু করে। মাদরাসার প্রধান ফটকে ধাক্কাও দিতে থাকে। এক পর্যায়ে তারা গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। কিন্তুু অবাক করা বিষয় হলো, গেইট খুলে যেতেই সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ী ভেতরে চলে আসে। যেন তারা সন্ত্রাসীদের গেইট ভাঙ্গার অপেক্ষায়ই ছিল।
ওসি নিজামের নির্দেশে পুলিশের গাড়ী মাদরাসার অদূরেই অবস্থান নিচ্ছিল প্রধান ফটকে আক্রমণ করার আগে থেকেই। এবং বহিরাগত সন্ত্রাসীদের কর্মকাণ্ড স্বচক্ষে দেখেও কোনো পদক্ষেপ নেয়নি। বরং গেইট ভেঙ্গে ফেলার সঙ্গে সঙ্গেই তারা তাৎক্ষনাত মাদরাসার ভেতরে প্রবেশ করে। এরপর শুরু হয় সমস্ত বহিরাগত সন্ত্রাসীদের আক্রমন।
তথ্য অনুসন্ধানে জানা যায় চকরিয়ার সাবেক শিবির ক্যাডার পটিয়ার ওসি নিজাম পটিয়া থানায় যোগদানের পর থেকে সাধারণ জনগনের বিভিন্ন কায়দায় অত্যাচার নির্যাতন সহ মিথ্যা মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করে আসছে।
ওসি নেজাম বলেন আমিই পটিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। আমি যা বলি তা হবে।