(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল ৫ জন

রাজশাহীতে সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।শনিবার (২৫ নভেম্বর) বিকেলে পুঠিয়া উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার বাকিপুর এলাকার হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), একই উপজেলার কান্তাপুর এলাকার আবু সাঈদের মেয়ে শারমিন (১৭), একই এলাকার ইনসাব আলী (৭৫) ও তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) এবং নাটোরের গুরুদাসপুর উপজলার মকিমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোকলেসুর রহমান (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম জানান, বেলপুকুর বাইপাস এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।তিনি জানান, এ ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email