(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নৌকার বহরে যোগ হয়েছেন নতুন পাঁচ মুখ

চট্টগ্রাম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকার বহরে যোগ হয়েছেন নতুন পাঁচ মুখ। বাদ পড়েছেন পটিয়া থেকে হুইপ সামশুল হক চৌধুরী, সীতাকুণ্ডের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম। নৌকার বহরে যুক্ত হয়েছেন মিরসরাই থেকে মাহবুবুর রহমান, ফটিকছড়ি থেকে খাদিজাতুল আনোয়ার সনি, হাটহাজারী থেকে এম এ সালাম, পটিয়া থেকে মোতাহেরুল ইসলাম চৌধুরী, সীতাকুণ্ড থেকে এস এম আল মামুন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ১৬টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়নপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম-১ আসনে মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে এম এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসনে এম এ সালাম, চট্টগ্রাম-৬ আসনে এবিএম ফজলে করিম, চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনে মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ আসনে এম এ লতিফ, চট্টগ্রাম-১২ আসনে মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ আসনে নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৬ আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email