(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ডেমরায় লেগুনায় বাসের ধাক্কা, নিহত ৩

রাজধানীর ডেমরা এলাকায় বাসের ধাক্কায় তিন জন লেগুনা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।যদিও নিহত কারও পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন- শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও অজ্ঞাতনামা এক যুবক (৩০)।ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর পরই চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।তিনি জানান, নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email