বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাওয়া) নবম শ্রেণির বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় মাইজভান্ডার দরবার শরীফ নিয়ে বিতর্কিত প্রশ্ন করায় ওই স্কুলের ধর্ম শিক্ষক আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বরখাস্তের বিষয়টি জানিয়েছেন অধ্যক্ষ আরিফ উল হাসান চৌধুরী। বরখাস্ত হওয়া ওই শিক্ষকের বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়িতে।
তিনি বলেন, ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অবস্থান। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় আট হাজার শিক্ষার্থী রয়েছে। নবম শ্রেণিতে দুই পালা মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪০০।