(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় পিকাআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের কেঁওচিয়ার মাদারবাড়ি ড্রিম হাউস কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন বরিশাল উজিরপুর কাউরেখা এলাকার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগি (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট এলাকার ইউনুচ আলীর ছেলে আরিফ হোসেন। এদের মধ্যে মনমত বৈরাগী রয়েল নামে একটি কোম্পানিতে সেলস অফিসার হিসেবে কর্মরত, আরিফ হোসেন চাকরি করেন অন্য আরেকটি কোম্পানিতে। তারা দু’জনই মোটর সাইকেযোগে লোহাগাড়ায় যাচ্ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, পিকআপ চালক দুর্ঘটনার পর গাড়ি রেখে পালিয়েছে। গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email