(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাঁশখালী উপ‌জেলা চেয়ারম্যান গা‌লিবের পদত্যাগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে বাঁশখালী থে‌কে আওয়ামী লী‌গের এম‌পি প‌দে প্রার্থী হ‌তে উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান পদ থে‌কে  চৌধুরী মোহাম্মদ গা‌লিব সাদলী পদত্যাগ ক‌রে‌ছেন।মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগের অন্যতম নেতা অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী একটা সময় ছিলেন চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য (এমপি)। এবার প্রয়াত পিতার সেই আসনে সংসদ সদস্য হতে চান তাঁরই পুত্র চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী।

রোববার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের কাছে পদত্যাগপত্র দেন চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে অংশ নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলীয় মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে শনিবার (১৮ নভেম্বর) তিনি মনোনয়নপত্র কিনেন।উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। সেটি গ্রহণ করার পর কার্যকর হবে।ফেসবুকে পোস্ট দিয়ে চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত শিরোধার্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে আমিও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email