ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলক্ষেত এলাকায় আকাশ পরিবহনের একটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে খিলক্ষেত ফ্লাইওভারের পাশের সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খিলক্ষেতে আকাশ পরিবহনের বাসে আগুনের খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।