ডেস্ক রিপোর্ট:চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে আসা একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।সোমবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ জিইসি এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, ‘গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনের মেইন রোডের পাশে গাড়িটি পার্কিং করা ছিল। এ মিনিবাসটি কে স্কয়ারে বরযাত্রী এনেছিল। তবে যাত্রীরা সেখান থেকে নেমে যাওয়ার কিছুক্ষণ পরই গাড়িতে হঠাৎ আগুন জ্বলতে থাকে। কে বা কারা আগুন লাগিয়েছে কেউ দেখেনি।’