(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাজীপুরে আরও একটি বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ সড়কের মাস্টার বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজা-বাদশা পরিবহণ নামের ওই বাসটি কাউন্টারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ৭-৮টি সিট পুড়ে যায়।সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কারোর হতাহতের খবর পাওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।স্থানীয় ও রাজা-বাদশা কাউন্টার সূত্রে জানা যায়, ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে প্রতিদিনই রাজা বাদশা পরিবহনের বাস পাবনার উদ্দেশ্য চলাচল করে। প্রতিদিনের মত সন্ধ্যা ৭টায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ১১ জন যাত্রী নিয়ে বাসটি পাবনার উদ্দেশ্য রওনা দেয় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় গড়গড়িয়া মাস্টার বাড়ি কাউন্টারে এসে পৌঁছায়। সেখান থেকে যাত্রী নেওয়ার সময় পৌনে আটটার দিকে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে বাসের পেছনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। পরে জানালার গ্লাস ভেঙে আগুন নেভানো হয়। ততক্ষণে আগুনে ৭ থেকে ৮টি সিট ও ছাদের অংশ পুড়ে যায়। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা ১১ জন যাত্রী দ্রুত নেমে পড়ায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার জানান, এর সাথে কে বা কারা জড়িত সেটা এখনও জানা যায় নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email