(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের ভেতর দিয়ে যানবাহন পারাপারে টোল নির্ধারণ করেছে কর্তৃপক্ষ

.

জয়বাংলা নিউজ: দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টানেল স্বপ্নের বঙ্গবন্ধু টানেল সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হচ্ছে।নির্ধারিত টোল দিয়ে, নির্দিষ্ট নিয়ম মেনে টানেলের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে সাধারণ যাত্রীরা। টানেলে পণ্যবাহী যান-চলাচলের জন্য ঠিক করা হয়েছে বিশেষ নীতিমালা। এদিকে, ভিড় এড়াতে অহেতুক টানেল এলাকায় জমায়েতকে নিরুৎসাহিত করেছে প্রশাসন।

প্রত্যেক গাড়িকেই টানেলে প্রবেশের আগে তল্লাশির মুখে পড়তে হবে। স্বয়ংক্রিয় স্ক্যানার আর আন্ডার ভেহিকেল স্ক্যানিং সিস্টেম- ইউভিএসএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে যানটি কতোটা নিরাপদ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই কোন গাড়িকে ভেতরে ঢোকানোর অনুমতি দেওয়া হবে।’প্রকল্পের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরণের ঘাটতি রাখতে চায় না কর্তৃপক্ষ। তাই বিভিন্ন ধরনের নিরাপত্তার বাইরেও দেওয়া হয়েছে নানা বিধি-নিষেধ। আর সেই বিধি-নিষেধ মানতে বাধ্য করা হবে, অবশ্যই টানেলের ভেতর দিয়ে যাওয়া যাত্রীদের পায়ে হেঁটে অথবা দুই ও তিন চাকার কোনো যানবাহন নিয়ে যাওয়া যাবে না টানেলে। টানেলের ভেতরে থামানো যাবে না কোনো গাড়ি, নির্দিষ্ট এলাকার ভেতর গাড়ি থেকে নামাও যাবে না। সেলফি কিংবা ছবি তোলার স্বাদ নিতে হবে গাড়ির ভেতরে বসেই।

সোয়া তিন কিলোমিটার দীর্ঘ এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গার সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। প্রতিটি যানবাহানের সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে পারাপারে সময় লাগবে ৩ মিনিট। টানেলের ভেতর দিয়ে যানবাহন পারাপারে টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

আনোয়ারা প্রান্তে টোল প্লাজায় ২০টি বুথে টোল দিয়ে টানেলে প্রবেশ বা বাহির হওয়া যাবে। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত টোল ধার্য করেছে কর্তৃপক্ষ।টানেল পারাপারে প্রাইভেট কার, জিপ, পিকআপ ভ্যান ২০০ টাকা, মাইক্রোবাস ২৫০ টাকা, বাস (৩১ সিটের কম) ৩০০ টাকা, বাস (৩২ আসনের বেশি) ৪০০ টাকা, বাস (৩ এক্সেল) ৫০০ টাকা, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা, ট্রাক (৫ থেকে ৮ টন) ৫০০ টাকা, ট্রাক (৮ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক ও ট্রেইলার (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রাক ও ট্রেইলার (৪ এক্সেল) ১০০০ টাকা এবং চার এক্সেলের বেশি ট্রাক ও ট্রেইলারগুলোকে ১০০০ টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য আরও ২০০ টাকা করে টোল দিতে হবে।

৩ দশমিক ৩২ কিলোমিটার টানেলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email